শিরোনাম
রাসেল হত্যা মামলার আসামী গ্রেফতার
বিস্তারিত
সন্ত্রাসমুক্ত খুলনা মহানগরী গড়ার প্রত্যয় নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ৩১ মার্চ ২০২৫ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরেবাংলা রোড আমতলা মোড় হতে রাসেল হত্যা মামলার আসামী আব্দুর রাজ্জাক (৩৮), পিতা-মোঃ হানিফ শেখ, সাং-পেংড়ী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-শেরেবাংলা রোড, আমতলা, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গত ০৩ মার্চ ২০২৪ তারিখ রাত্র ০১:৪৫ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী রোডস্থ তানজীমুল মাদরাসার গলির মুখে ভিকটিম আশিকুর রহমান রাসেল (২৭) কে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাইয়ের এজাহারের প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০৭, তারিখ-০৩/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।
সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে আসামী আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে খুলনাসহ দেশের বিভিন্ন থানায় মাদকসহ ৫ টি মামলা রয়েছে।