Title
নগরীতে ৭ টি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
Details
কেএমপি'র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকালে বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী থানাধীন বটতলা মোড় সংলগ্ন পরশ সাহেবের মাঠ এলাকায় অভিযান চালিয়ে কেএমপি’র ৭ টি মাদক মামলায় ৬ বছর ১১ মাস সশ্রম কারাদন্ড ও ১৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত, অনাদায়ে ৪ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী কামাল খাঁ (৩১), পিতা-মৃত আজিজ খাঁ, সাং-উত্তর কাশিপুর বাইতিপাড়া রোড, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলাগুলো হলোঃ
১) খালিশপুর-১৬(৬)১৬, জিআর-১২১/১৬, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)
২) খালিশপুর-০৯(১)১৬, জিআর-০৯/১৬, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)
৩) খালিশপুর-১০(৩)১৭, জিআর-৭৮/১৭, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)
৪) খালিশপুর-০৪(৯)১৮, জিআর-৪০৪/১৮, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)
৫) খালিশপুর-৩৬(৩)১৮, জিআর-১১৭/১৮, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)
৬) খালিশপুর-১১(৪)১৯, জিআর-১৯০/১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ১০(ক)
৭) দৌলতপুর-২৫(১০)১৮, জিআর-২৯২/১৮, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)