Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র সহযোগী সন্ত্রাসীদের অস্ত্র-গোলাবারুদ, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ টাকাসহ গ্রেফতার
Details

সন্ত্রাসমুক্ত নগর গড়ার লক্ষ্যে কেএমপি সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে গতকাল ৩ এপ্রিল দিবাগত রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের জন্য নগরীর সামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায়। অভিযান রাত ১ টায় শুরু হয় এবং সকাল ৭ টা পর্যন্ত অব্যাহত থাকে। অভিযানে গ্রেনেড বাবু’র ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে (২২) গ্রেফতার করা হয়। রাব্বির হেফাজত থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি চাপাতি, ১ টি বাইনোকুলার, ১ টি মোটরসাইকেল এবং ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জোনায়েদ চৌধুরী মিন্টুকেও গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নগদ ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং আরো ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানের এ পর্যায়ে নৌ বাহিনীর একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। অতঃপর যৌথ আভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহা (৬০) কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২৬ লক্ষ ৪ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪ হাজার ২৪০ রুপি এবং ৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

থানার রেকর্ড পত্রে গ্রেফতারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া যায়। অন্যান্য আসামীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার তথ্য যাচাই করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিডিয়া ব্রিফিং করেন ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা

Images
Attachments
Publish Date
04/04/2025
Archieve Date
30/04/2025

Map