Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
হত্যা মামলার আসামী গ্রেফতার, লুণ্ঠিত ভ্যান উদ্ধারঃ কেএমপি
Details

খানজাহান আলী থানার মামলা নং-০৪, তারিখ-০৯/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলায় গত ০৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ কর্তৃক খুলনা জেলার ফুলতলা থানা পুলিশের সহায়তায় ফুলতলা বাজারস্থ জামিরা রোডের মোড়ল মার্কেটের সামনে থেকে আসামী মোঃ সুজন বিশ্বাস (৩১), পিতা-মোঃ আব্দুল হাই বিশ্বাস, সাং-থুকরা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, এ/পি সাং-ইদা বাসোলিয়া, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিম সাকিব সেখ (১৯) এর লুণ্ঠন হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সুজন স্বেচ্ছায় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। 

উল্লেখ্য যে, গত ০৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ সন্ধ্যায় যাত্রীবেশে দুইজন লোক ভিকটিম সাকিব সেখ (১৯), পিতা-কামাল শেখ, সাং-হাজিগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এর ভ্যান রিজার্ভ ভাড়া নেয়। তারা দিঘলিয়া থানা এলাকা হতে ফুলতলা যাওয়ার কথা বলে কৌশলে খানজাহান আলী থানাধীন বাইপাস রোডে ফুলতলা হাউজিং এস্টেটের কাশবনের মধ্যে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা সাকিবকে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে কাশবনের পূর্বপাশের ড্রেনের মধ্যে ফেলে কলার পাতা দ্বারা ঢেকে দিয়ে ভিকটিমের ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। অত্র মামলার অপর ০২ জন এজাহারনামীয় আসামী ০১) মোঃ জনি শেখ(২৫), পিতা-মোঃ ফারুক শেখ, সাং-পানিগাতী, পোস্ট-হাজিগ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ০২) মোঃ আসাদুল শেখ(৩০), পিতা-মোঃ জলিল শেখ, সাং-বারাকপুর, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাকেও গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।


Images
Attachments
Publish Date
10/10/2024
Archieve Date
10/11/2024

Map